Wellcome to National Portal
Main Comtent Skiped

এক নজরে  জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর অনুযায়ী বগুড়া সদর উপজেলার  #মোট জনসংখ্যা ৬৫৭৭৯০ জন পুরুষ ৩৩৪৪৩০ জন মহিলা ৩২৩২৫৮জন হিজড়া ১০২ জন,# ধর্মভিত্তিক জনসংখ্যা; মুসলিম: ৬২০৬১৫জন, হিন্দু: ৩৬৫৯৫ জন,  খ্রিস্টান:৪৭৮ জন, বৌদ্ধ:৭৪ জন, অন্যান্য :২৮জন  খানার সংখ্যা ১৭২১১৯ টি # সাক্ষরতার হার( ৭ বছর ও তদুর্ধ্ব) ৮৩.৬৩ # জনসংখ্যার ঘনত্ব( প্রতি বর্গ কি.মি.):৩৭২৫জন # প্রতিবন্ধির সংখ্যা:৭৭৮৭ জন


Citizen Charter

সিটিজেন চার্টার

উপজেলা পরিসংখ্যান কার্যালয় বগুড়া সদর , বগুড়া।


 ভিশনঃ সার্বজনীন ব্যবহার বান্ধব পদ্ধতিতে নির্ভরযোগ্য, প্রাসঙ্গিক ও সময়োপযোগী উপাত্ত সরবাহের মাধ্যমে আন্তর্জাতিক মানের জাতীয় পরিসংখ্যান প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা লাভ।


মিশনঃ (১) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র দিক নির্দেশনায় ও নেতৃত্বে একটি সুসংহত, পেশাদারি, দক্ষ ও কার্যকরী পরিসংখ্যান পদ্ধতি প্রতিষ্ঠা করা;

          (২) জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তথ্য-উপাত্ত ব্যবহারকারীদের চলমান ও ক্রমবর্ধমান চাহিদা মেটাতে স্বচ্ছ ও সময়োপযোগী প্রক্রিয়ায় আন্তর্জাতিক মান ও সর্বোত্তম পরিসংখ্যান চর্চার পদ্ধতি অনুসরণপূর্বক সরকারি পরিসংখ্যান প্রণয়ন ও প্রকাশ করা।


ক্র. নং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

সেবা প্রদানের সর্বোচ্চ সময়

প্রয়োজনীয় কাগজপত্র

প্রয়োজনীয় কাগজপত্র/

আবেদন ফরম প্রাপ্তিস্থান

সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি

শাখার নামসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম পদবী,  অফিসিয়াল টেলিফোন ও ই-মেইল

ঊর্ধ্বতন কর্মকর্তার পদবী, অফিসিয়াল টেলিফোন ও ই-মেইল

০১

০২

০৩

০৪

০৫

০৬

০৭

০৮

০৯

০১

জনমিতি, শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা-বাণিজ্য, এবং অন্যান্য আর্থ- সামাজিক তথ্য সরবরাহ।

i) লিখিত/ই-মেইল এর মাধ্যমে অথবা

ii) তথ্য অধিকার আইন-২০০৯ এর নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

১) অনধিক ০৩ (তিন)কার্যদিবস

২) তথ্য অধিকার আইন-২০০৯ কর্তৃক নির্ধারিত



আবেদনপত্র

১) /জেলা/উপজেলা পরিসংখ্যান কার্যালয়

২) তথ্য কমিশন এর ওয়েবসাইট

১) বিনামূল্যে অথবা

২) তথ্য অধিকার আইন-২০০৯ কর্তৃক নির্ধারিত






তথ্য প্রদান শাখা



উপজেলা পরিসংখ্যান কার্যালয়

বগুড়া সদর , বগুড়া।

ফোনঃ ০৫১ ৬১৪৬৭

ই-মেইল:

uso.bogurasadar@

gmail.com










তথ্য প্রদান শাখা



জেলা পরিসংখ্যান কার্যালয়

বগুড়া।

ফোনঃ ০২৫৮৮৮১৩১৩৬

ই-মেইল:

dsobogura@

gmail.com


০২

জনসংখ্যা বিষয়ক প্রত্যয়নপত্র।

বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, Safetynet Programme পরিচালনার ইত্যাদি ক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকার নাম উল্লেখপূর্বক সংস্থা/প্রতিষ্ঠানের নিজস্ব প্যাড/সাদা কাগজে উপজেলা পরিসংখ্যান কার্যালয় বগুড়া সদর , বগুড়া বরাবর আবেদন করা সাপেক্ষে জনসংখ্যা বিষয়ক প্রত্যয়নপত্র প্রদান করা হয়।



অনধিক ০৫ (পাঁচ)কার্যদিবস




আবেদনপত্র

নিজ/জেলা/উপজেলা পরিসংখ্যান কার্যালয়



১) তথ্য অধিকার আইন-২০০৯ কর্তৃক নির্ধারিত

০৩

প্রকাশনা সমূহের

Soft Copy. ‍

i) ওয়েব সাইট এর মাধ্যমে

www.bbs.sadar.bogra.gov.bd

www.bbs.gov.bd

ii)ই-মেইল এর মাধ্যমে

uso.bogurasadar@gmail.com

iii) পেন ড্রাইভের মাধ্যমে



সার্বক্ষণিক



প্রযোজ্য নয়



প্রযোজ্য নয়



বিনামূল্যে



০৪

জাতীয় আয়, মাথাপিছু আয়, মুদ্রাস্ফীত, গড় আয়ু ইত্যাদি সংকলন ও প্রকাশ।

i) ওয়েব সাইট এর মাধ্যমে

www.bbs.sadar.bogra.gov.bd

www.bbs.gov.bd

ii)ই-মেইল এর মাধ্যমে

uso.bogurasadar@gmail.com

iii) পেন ড্রাইভের মাধ্যমে



সার্বক্ষণিক



প্রযোজ্য নয়



প্রযোজ্য নয়



বিনামূল্যে