Wellcome to National Portal
Main Comtent Skiped

 ‘‘অর্থনৈতিক  শুমারিতে তথ্য দিন, নতুন বাংলাদেশ বিনির্মানে অংশ নিন’  নিজে তথ্য দিন  অন্যকে তথ্য দিতে উৎসাহিত করুন।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক ১ম ডিজিটাল অর্থনৈতিক শুমারি-২০২৪ এর  মূল শুমারির তথ্য সংগ্রহ কার্যক্রম আগামী ১০ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত  চলবে। এই সময়ে শুমারি কর্মী আপনার খানা ও প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ করবে।


Citizen Charter

সিটিজেন চার্টার

উপজেলা পরিসংখ্যান কার্যালয় বগুড়া সদর , বগুড়া।


 ভিশনঃ সার্বজনীন ব্যবহার বান্ধব পদ্ধতিতে নির্ভরযোগ্য, প্রাসঙ্গিক ও সময়োপযোগী উপাত্ত সরবাহের মাধ্যমে আন্তর্জাতিক মানের জাতীয় পরিসংখ্যান প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা লাভ।


মিশনঃ (১) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র দিক নির্দেশনায় ও নেতৃত্বে একটি সুসংহত, পেশাদারি, দক্ষ ও কার্যকরী পরিসংখ্যান পদ্ধতি প্রতিষ্ঠা করা;

          (২) জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তথ্য-উপাত্ত ব্যবহারকারীদের চলমান ও ক্রমবর্ধমান চাহিদা মেটাতে স্বচ্ছ ও সময়োপযোগী প্রক্রিয়ায় আন্তর্জাতিক মান ও সর্বোত্তম পরিসংখ্যান চর্চার পদ্ধতি অনুসরণপূর্বক সরকারি পরিসংখ্যান প্রণয়ন ও প্রকাশ করা।


ক্র. নং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

সেবা প্রদানের সর্বোচ্চ সময়

প্রয়োজনীয় কাগজপত্র

প্রয়োজনীয় কাগজপত্র/

আবেদন ফরম প্রাপ্তিস্থান

সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি

শাখার নামসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম পদবী,  অফিসিয়াল টেলিফোন ও ই-মেইল

ঊর্ধ্বতন কর্মকর্তার পদবী, অফিসিয়াল টেলিফোন ও ই-মেইল

০১

০২

০৩

০৪

০৫

০৬

০৭

০৮

০৯

০১

জনমিতি, শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা-বাণিজ্য, এবং অন্যান্য আর্থ- সামাজিক তথ্য সরবরাহ।

i) লিখিত/ই-মেইল এর মাধ্যমে অথবা

ii) তথ্য অধিকার আইন-২০০৯ এর নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

১) অনধিক ০৩ (তিন)কার্যদিবস

২) তথ্য অধিকার আইন-২০০৯ কর্তৃক নির্ধারিত



আবেদনপত্র

১) /জেলা/উপজেলা পরিসংখ্যান কার্যালয়

২) তথ্য কমিশন এর ওয়েবসাইট

১) বিনামূল্যে অথবা

২) তথ্য অধিকার আইন-২০০৯ কর্তৃক নির্ধারিত






তথ্য প্রদান শাখা



উপজেলা পরিসংখ্যান কার্যালয়

বগুড়া সদর , বগুড়া।

ফোনঃ ০৫১ ৬১৪৬৭

ই-মেইল:

uso.bogurasadar@

gmail.com










তথ্য প্রদান শাখা



জেলা পরিসংখ্যান কার্যালয়

বগুড়া।

ফোনঃ ০২৫৮৮৮১৩১৩৬

ই-মেইল:

dsobogura@

gmail.com


০২

জনসংখ্যা বিষয়ক প্রত্যয়নপত্র।

বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, Safetynet Programme পরিচালনার ইত্যাদি ক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকার নাম উল্লেখপূর্বক সংস্থা/প্রতিষ্ঠানের নিজস্ব প্যাড/সাদা কাগজে উপজেলা পরিসংখ্যান কার্যালয় বগুড়া সদর , বগুড়া বরাবর আবেদন করা সাপেক্ষে জনসংখ্যা বিষয়ক প্রত্যয়নপত্র প্রদান করা হয়।



অনধিক ০৫ (পাঁচ)কার্যদিবস




আবেদনপত্র

নিজ/জেলা/উপজেলা পরিসংখ্যান কার্যালয়



১) তথ্য অধিকার আইন-২০০৯ কর্তৃক নির্ধারিত

০৩

প্রকাশনা সমূহের

Soft Copy. ‍

i) ওয়েব সাইট এর মাধ্যমে

www.bbs.sadar.bogra.gov.bd

www.bbs.gov.bd

ii)ই-মেইল এর মাধ্যমে

uso.bogurasadar@gmail.com

iii) পেন ড্রাইভের মাধ্যমে



সার্বক্ষণিক



প্রযোজ্য নয়



প্রযোজ্য নয়



বিনামূল্যে



০৪

জাতীয় আয়, মাথাপিছু আয়, মুদ্রাস্ফীত, গড় আয়ু ইত্যাদি সংকলন ও প্রকাশ।

i) ওয়েব সাইট এর মাধ্যমে

www.bbs.sadar.bogra.gov.bd

www.bbs.gov.bd

ii)ই-মেইল এর মাধ্যমে

uso.bogurasadar@gmail.com

iii) পেন ড্রাইভের মাধ্যমে



সার্বক্ষণিক



প্রযোজ্য নয়



প্রযোজ্য নয়



বিনামূল্যে