Wellcome to National Portal
Main Comtent Skiped

 ‘‘অর্থনৈতিক  শুমারিতে তথ্য দিন, নতুন বাংলাদেশ বিনির্মানে অংশ নিন’  নিজে তথ্য দিন  অন্যকে তথ্য দিতে উৎসাহিত করুন।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক ১ম ডিজিটাল অর্থনৈতিক শুমারি-২০২৪ এর  মূল শুমারির তথ্য সংগ্রহ কার্যক্রম আগামী ১০ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত  চলবে। এই সময়ে শুমারি কর্মী আপনার খানা ও প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ করবে।


যোগাযোগ

উপজেলা পরিসংখ্যান অফিস, বগুড়া সদর, বগুড়।

 

যোগাযোগ

 

ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়া মাটিডালী বিমান মোড়ে নামতে হবে। বিমান মোড় থেকে ৫০০ গজ দক্ষিন দিকে তাকালে বগুড়া সদর উপজেলা কমপ্লেক্স পাওয়া যাবে। ফোন নংঃ ০৫১-৬১৪৬৭